ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মেলায় আসুস ট্যাবে ‘স্ক্র্যাচ ইওর লাক’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১২, আগস্ট ১৪, ২০১৫
মেলায় আসুস ট্যাবে ‘স্ক্র্যাচ ইওর লাক’

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে শুরু হয়েছে (স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৫)। তিন দিনের এই মেলায় দেশীয় প্রযুক্তিপণ্যের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লি: অংশগ্রহন করে ক্রেতাদের আকর্ষনীয় বিভিন্ন অফারে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে।



বিশ্বখ্যাত ‘আসুস’ ব্র্যন্ডের ট্যাবে রয়েছে ‘স্ক্র্যাচ ইওর লাক’ অফার। এতে পাওয়ার ব্যাংক, ফ্লিপ কভার, ট্যাব, হেডফোন, টি-শার্ট সহ আকর্ষনীয় সব পুরস্কার রয়েছে।

‘লেনেভো’ ব্র্যন্ডের ট্যাবে রয়েছে ‘ডিসকাউন্ট ও স্ক্র্যাচ অফার’। ক্রেতারা এই ব্র্যান্ডের ট্যাব কিনে সঙ্গে পেয়ে যেতে পারেন পোলো-শার্ট, পান্ডা মোবাইল এ্যান্টিভাইরাস সহ আকর্ষনীয় পুরস্কার এবং সর্বোচ্চ ২৫% পর্যন্ত ডিসকাউন্ট।

এছাড়াও মেলায় ‘অ্যাডাটা’ ও ‘রাপু’ ব্র্যান্ড নিয়ে থাকছে গ্লোবাল ব্র্যান্ডের একটি আলাদা প্যাভিলিয়ন।

১৫ আগস্ট পর্যন্ত চলা স্মার্টফোন ও ট্যাবের এই প্রদশর্নী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকছে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসজেডএম

** গোল্ডবার্গের স্মার্টফোন কিনলে সিঙ্গাপুর ভ্রমণ!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।