ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে হালকা ফেসবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুন ৫, ২০১৫
বাংলাদেশে হালকা ফেসবুক

ঢাকা: সেকেন্ড জেনারেশন (টু-জি) কানেকশন এবং অপেক্ষাকৃত দুর্বল গতির ইন্টারনেটের দেশগুলোর জন্য  হালকা ভার্সন এনেছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসুব‍ুক।

‘ফেসবুক লাইট’ নামে ‍অ্যাপটি বৃহস্পতিবার (০৪ জুন) থেকে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে।



শিগগিরই ল্যাটিন আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশের প্লে-স্টোরে অ্যাপটি পাওয়ার কথা জানিয়েছেন ফেসবুক লাইটের প্রোডাক্ট ম্যানেজার ভিজয় শঙ্কর।

এক মেগাবাইটের অর্ধেক ডাটা ব্যবহারে চলবে অ্যাপটি। এর মাধ্যমে নিউজ ফিড, স্ট্যাটাস আপডেট, নোটিফিকেশন, ছবি সবই পাবেন ব্যবহারকারী। তবে ভিডিও এবং অ্যাডভান্স লোকেশন সার্ভিস ব্যবহার করা সম্ভব হবেনা।

চলতি বছরের জানুয়ারিতে ‘ফেসবুক লাইট’ অ্যাপের কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক হয়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ফেসবুক।

চলতি মাসের শুরুতে ইন্টারনেট.ওআরজি প্লাটফর্ম উন্মুক্ত করে ফেসবুক। সহজে সবার মাঝে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া, গ্রহণযোগ্যতা বৃদ্ধি এর উদ্দেশ্য।

ফেসবুক লাইট অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।