ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

উত্তরায় জিওনির এক্সক্লুসিভ ব্র্যান্ডশপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, মে ৩০, ২০১৫
উত্তরায় জিওনির এক্সক্লুসিভ ব্র্যান্ডশপ

রাজধানীর উত্তরায় রাজলক্ষী মার্কেটে এক্সক্লুসিভ ব্র্যান্ডশপ চালু করলো জিওনি। জিওনি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ফিডেল এবং এসএস ইলেক্ট্রনিক্সের সিইও মি.  আশরাফুজ্জামান উপস্থিত থেকে ব্র্যান্ডশপটির উদ্বোধন করেন।



প্রাথমিক পর্যায়ে ছয়টি মোবাইল হ্যান্ডসেট নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ব্যবসা কার্যক্রম শুরু করে চীনের অন্যতম এই মোবাইল ফোন নির্মাতা।   হ্যান্ডসেটগুলোর মধ্যে এলিফ এস৭, ম্যারাথন এম৩, পি৪এস এবং পাইওনিয়ার পি৬ এই চারটিই স্মার্টফোন।

এক্সক্লুসিভ ব্র্যান্ডশপ উদ্বোধন উপলক্ষে ব্র্যান্ডটির প্রতিটি স্মার্টফোনের সাথে নিশ্চিত পুরস্কার হিসেবে পাওয়া যাবে পাওয়ার ব্যাঙ্ক অথবা টি- শার্ট।

এছাড়া ৠাফেল ড্র’র মাধ্যমে কোলকাতা নাইট রাইডারের জার্সিসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।