ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

সাইবারোম বেস্ট এসএমবি পার্টনার কম্পিউটার সোর্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, মে ৩০, ২০১৫
সাইবারোম বেস্ট এসএমবি পার্টনার কম্পিউটার সোর্স ছবি: সংগৃহীত

দেশের এন্টারপ্রাইজ পর্যায়ে ইন্টারনেট গেটওয়ের নিরাপত্তা সেবা পৌঁছে দিয়ে দ্বিতীয়বারের মতো সাইবারোম বেস্ট এসএমবি পার্টনার হয়েছে কম্পিউটার সোর্স।

সম্প্রতি সিলেটের নাজিমগড় রিসোর্টে আয়োজিত দুইদিনের চ্যানেলমিট অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশের জন্য এই সম্মাননা দেয়া হয়।

এছাড়া ২০১৪ সালের বেস্ট সাইবারোম প্রোডাক্ট ম্যানেজারের সম্মাননা দেয়া হয় কম্পিউটার সোর্স এর সাইবারোম পণ্য ব্যবস্থাপক শেষ নাইম হোসাইনকে।

অনুষ্ঠানের প্রথম পর্ব অ্যাওয়ার্ড নাইট ও মিউজিক নাইটে এই সম্মাননা হস্তান্তর করেন সাইবারোম আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক উদিপ্ত সেন, হেড অব প্রিসেলস মোহিত পুরী এবং ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক এএইচএম মহসিন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসজেডএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।