ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ডেল বেস্ট কমার্শিয়াল পার্টনার ‘স্মার্ট টেকনোলজিস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, মে ১০, ২০১৫
ডেল বেস্ট কমার্শিয়াল পার্টনার ‘স্মার্ট টেকনোলজিস’

গত এক বছরে ডেল পণ্য ব্যবসায়ের পারফর্মেন্সের ভিত্তিতে ডেল ‘বেস্ট কমার্শিয়াল পার্টনার‘ পুরস্কার লাভ করে প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।
রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘ডেল অ্যাপ্রিসিয়েশন নাইট ২০১৫’তে স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং বিপনন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন পুরস্কার গ্রহণ করেন।



এছাড়া কর্পোরেট সেলস ক্যাটেগরিতে ‘বেষ্ট পারফর্মার অ্যাওয়ার্ড’ পেয়েছেন স্মার্ট টেকনোলজিস এর কর্পোরেট মহাব্যবস্থাপক শেখ হাসান ফাহিম ইমাম এবং ডেল
সল্যুশন এর প্রি সেলস ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বেষ্ট পারফর্মার অ্যাওয়ার্ড পান প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ সল্যুশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবু সাদাত মোঃ আল জায়েদী।

আর বেস্ট লজিস্টিক সাপোর্ট ক্যাটাগরিতে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ডটি লাভ করেন প্রতিষ্ঠানটির অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো: জাকির হোসেন।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মোঃ আতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ