ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

আজকেরডিল ডট কমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, মে ২, ২০১৫
আজকেরডিল ডট কমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

দেশের জনপ্রিয় ক্রিকেটার এবং বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট টিমের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অতি সম্প্রতি আজকের ডিল ডট কমের (www.ajkerdeal.com ) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী মাশরাফি আজকের ডিল ডট কমকে সুপরিচিত করার লক্ষ্য নিয়ে নানা কার্যক্রমে অংশগ্রহন করবেন।



শনিবার (২ মে) রাজধানীর হোটেল র‍্যাডিসনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকেরডিল ডট কম আনুষ্ঠানিকভাবে মাশরাফি বিন মর্তুজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিডিয়ার সামনে উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর, জেনারেল ম্যানেজার দেবাশীষ ফণী।

অনুষ্ঠানে মাশরাফি ও আজকেরডিল এর কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জানানো হয়, বাংলাদেশের নতুন সম্ভাবনাময় অনলাইন শপিং ট্রেন্ডকে আরো জনপ্রিয় করতে মাশরাফি আজকেরডিল এর সাথে কাজ করবেন।  

উল্লেখ্য, দেশের প্রথম এই বাংলা অনলাইন শপিং সাইটটি ইতিমধ্যে দেশের অনলাইন ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে প্রতি মাসে তিন লাখের অধিক ক্রেতা নিয়মিত ভিজিট করে থাকে এখানে। ৫ শতাধিক বিক্রেতা আজকের ডিলের মাধ্যমে তাদের নানা ধরনের পণ্য  বিক্রি করছে।

সব বয়সী নারী পুরুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী  যেমন, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, গ্যাজেট, ইলেকট্রনিক্স, গৃহস্থালি পণ্য,গহনা,বাচ্চাদের বিভিন্ন পন্য,প্রসাধনী রয়েছে এখানে। ক্রেতাদের অর্ডার দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে দেশ জুড়ে পণ্য ডেলিভারী করে থাকে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ