ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গ্লোবাল ব্র্যান্ডের ফেসবুকভিত্তিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, মে ২, ২০১৫
গ্লোবাল ব্র্যান্ডের ফেসবুকভিত্তিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ল্যাপটপ

দেশের প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের  ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ৩০ এপ্রিল ফেসবুকভিত্তিক এই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিমউদ্দিন খন্দকার।


                                             
উল্লেখ্য, ‘নিউ ইয়ার সেলিব্রেশন কনটেস্ট’ নামে ২৭ ডিসেম্বর থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হয় প্রতিযোগিতাটি।

দীর্ঘ ২ মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় গ্লোবাল ব্র্যান্ড ফ্যানপেজের সাথে অবস্থান করা লক্ষাধিক ফ্যানদের মধ্যে লাইক, শেয়ার ও কমেন্টের ভিত্তিতে ৯১ জনকে নির্বাচিত করা হয়।

তাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত হয় ১০ জন। এর মধ্যে প্রথম স্থান লাভকারী পায় আসুস ব্র্যান্ডের ল্যাপটপ।   

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।