ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

দুই সিমের লুমিয়া ৫৪০ নিয়ে মাইক্রোসফট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, এপ্রিল ১৬, ২০১৫
দুই সিমের লুমিয়া ৫৪০ নিয়ে মাইক্রোসফট

ঢাকা: দুই সিমের সুবিধা সংবলিত লুমিয়া ৫৪০ হ্যান্ডসেট আনলো প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। আগামী মাসের শুরুতে ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশে হ্যান্ডসেটটি পাওয়া যাবে বলে জানা গেছে।



লেয়ার্ড সায়ান, অরেঞ্জ, হোয়াইট এবং ম্যাট ব্ল্যাক এ চার রঙে পাওয়া যাবে লুমিয়া ৫৪০।  

অপারেটিং সিস্টেমে উইন্ডোজের ৮.১ ভার্সন ব্যবহার করা হলেও, চলতি বছরের শেষ দিকে উইন্ডোজ ১০ ভার্সনে আপডেট করা যাবে লুমিয়া ৫৪০।

৫ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লের হ্যান্ডসেটটির প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর। সঙ্গে রয়েছে এক গিগাবাইট ৠাম। অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ গিগাবাইট হলেও বাড়ানো যাবে ১২৮ গিগাবাইট পর্যন্ত।

৮ মেগাপিক্সেল অটোফোকাস মূল ক্যামেরার লুমিয়া ৫৪০’র ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ১৫২ গ্রাম ওজনের হ্যান্ডসেটটির ব্যাটারির ধারণক্ষমতা দুই হাজার দুশ’ এমএএইচ।

লুমিয়া ৫৪০’র মূল্য ধরা হয়েছে একশ’ ৫০ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার (১ ডলার ৭৮ টাকা)।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ