ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

খেলার মাঠে স্মার্ট টেকনোলজিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, মার্চ ১৫, ২০১৫
খেলার মাঠে স্মার্ট টেকনোলজিস

দেশিয় প্রযুক্তিপণ্য সরবরাহকারী ও সেবাদাতা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস ‘প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে’ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডকে ৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠান দুটির মধ্যে এই ক্রিকেট প্রতিযোগিতা।



টসে মার্কেন্টাইল ব্যাংক জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। স্মার্ট টেকনোলজিস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান করে। অপরদিকে ২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মার্কেন্টাইল ব্যাংক ১৩৫ রানে অল আউট হয়ে যায়।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক সহ দুই প্রতিষ্ঠানের উর্দ্ধতনরা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।