ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

আসুসের নতুন পিসি বাজারে

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মার্চ ১৫, ২০১৫
আসুসের নতুন পিসি বাজারে

দেশের আইটি মার্কেটে এলো আসুসের নতুন পিসি। মাল্টিটাচ সুবিধার অল-ইন-ওয়ান গ্রুপের ইটি১৬২০আই-ইউ-টি-টি মডেলটি এনেছে বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক ‘গ্লোবাল ব্র্যান্ড’ লিমিটেড।



১৫.৬ ইঞ্চি প্রশস্ত পর্দার এই পিসিটি ফ্রি-ডস অপারেটিং সিস্টেমের মাধ্যমে ২ গিগাহার্টজ গতিতে ইন্টেল কোয়াড কোর জে১৯০০ প্রসেসরে পরিচালিত।

এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যে রয়েছে ৪ জিবি ৠাম, ৩ জিবি স্টোরেজ, বিল্ট-ইন-সাউন্ড কার্ড এবং দুই পোর্টে সংযুক্ত ২টি করে ইউএসবি পোর্ট।

দুই কেজি ওজনের পিসিটিতে আরো আছে ৪০ ওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার অ্যাডাপ্টর, ইউএসবি কিবোর্ড, মাউস, পাওয়ার কার্ড, কুইক স্টার্ট গাইড সহ দরকারি সব ফিচার।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ আসুসের নতুন মডেলটির বাজার মূল্য ৩৪,৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।