ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

প্রত্যন্ত অঞ্চলে বাংলানেট টেকনোলজিসের ‘বেসিক আইটি কোর্স’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মার্চ ১২, ২০১৫
প্রত্যন্ত অঞ্চলে বাংলানেট টেকনোলজিসের ‘বেসিক আইটি কোর্স’

দেশব্যাপী শুরু হয়েছে তথ্যপ্রযুক্তিতে মৌলিক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের’ অধীনে সাতক্ষীরায় ১৫ দিনের বেসিক আইটি কোর্স করিয়েছে বাংলানেট টেকনোলজিস।

মোট ৪০ জন নারী এতে অংশগ্রহন করেন।

প্রশিক্ষণ শেষে সম্প্রতি বাংলানেট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান জোবায়ের আল মাহমুদ হোসেন সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট সহ ভাতা প্রদান করেন।

এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিরা এবং প্রশিক্ষণার্থীদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের জন্য এমন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় আইসিটি বিভাগের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা এই প্রশিক্ষণের ধারাবাহিকতায় সাতক্ষীরার অন্যান্য উপজেলায় সফলভাবে প্রশিক্ষণ প্রদানের আশাবাদ করেন বাংলানেট টেকনোলজিসের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৯১৭ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।