ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ইনস্টা পেমেন্ট সিস্টেমে সুদমুক্ত ল্যাপটপ, ট্যাব ক্রয়ের সুযোগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, মার্চ ১২, ২০১৫
ইনস্টা পেমেন্ট সিস্টেমে সুদমুক্ত ল্যাপটপ, ট্যাব ক্রয়ের সুযোগ ছবি: সংগৃহীত

গ্লোবাল ব্র্যান্ড থেকে ল্যাপটপ, ট্যাবলেটসহ নির্ধারিত আরো কিছু প্রযুক্তিপণ্য ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে ডাচ বাংলা ব্যাংকে ইনস্টা পেমেন্ট সিস্টেমে সুদমুক্ত কিস্তিভিত্তিক পরিশোধ করা যাবে। দেশের প্রযুক্তিপণ্যের ক্রেতাদের জন্য দারুণ এ সুবিধাটি দিতে গ্লোবাল ব্র্যান্ড এবার ডাচ বাংলা ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে।



চুক্তি সাক্ষর অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ এবং ডাচ বাংলা ব্যাংকের হেড অব পার্সোনাল ব্যাংকিং মোহম্মদ কামরুজ্জামান চুক্তিপত্রে সই করেন।

এসময় গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিমউদ্দিন খন্দকার এবং ডাচ বাংলা ব্যাংকের হেড অব কার্ড্ বিজনেস মোহম্মদ মন্জুরুল হক, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ আব্দুল হালিম আসিফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।