ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

যাত্রাবাড়িতে ৪১তম সিম্ফনি স্মাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, জুন ১৯, ২০১৪
যাত্রাবাড়িতে ৪১তম সিম্ফনি স্মাইল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়িতে চালু হল সিম্ফনির ৪১ তম কাস্টমার কেয়ার সেন্টার ‘সিম্ফনি স্মাইল’। এর মাধ্যমে আরও বিস্তৃত হল দেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি’র গ্রাহক সেবার নেটওয়ার্ক।



কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ।

অনুষ্ঠানে এডিসন গ্রুপের  হেড অফ কাস্টমার কেয়ার এসএম মোরশেদ-উজ-জামান, হেড অব প্রকিউরমেন্ট, অ্যাডমিন এন্ড লিগ্যাল এএসএম শাহিনুল হকসহ  আরও উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ডিলার ও  চ্যানেল পার্টনাররা ।

এস এ টাওয়ার (৩য় তলা), ১০১, পশ্চিম ধোলাইপার (বাস স্ট্যান্ড), যাত্রাবাড়ি, এই ঠিকানায় সিম্ফনি স্মাইল গ্রাহক দেবে। এর মাধ্যমে সিম্ফনির সেবা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সিম্ফনি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ