ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

সেনাদের জন্য ব্রেন চিপ বানাচ্ছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, মে ২৯, ২০১৪
সেনাদের জন্য ব্রেন চিপ বানাচ্ছে পেন্টাগন

যাচ্ছে কোথায় মনের গতিবিধি? একটু পরেই মন খারাপ হয়ে যাবে!- নাকি ভালো থাকবে? কেউ কি তা বুঝতে পারে! সাধারণ কেউ বুঝতে না পারলেও পেন্টাগণের মিলিটারি সদস্যরা বুঝতে পারবেন। তাদের জন্য এমন এক ধরনের ব্রেইন চিপ বানানো হচ্ছে যা সেনা সদস্যদের হতাশা, মন-খারাপ, স্মৃতিভ্রষ্টতা কেবল দূরই করবে না, এর মাধ্যমে তারা জেনে নিতে পারবেন একটু পরেই কি হতে চলেছে।

বিশেষ করে কোনো একটি অ্যাকশন শেষ করে আসার পর সেনা সদস্যরা যে প্রচণ্ড মানুসিক চাপে ভোগেন তার থেকে স্বস্তি দেবে এই বিশেষ ব্রেইন চিপ।


পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসটি) যুদ্ধক্ষেত্রে একটি পরিচিত নাম। অনেক সেনাই যুদ্ধ শেষে এই বিশেষ সিনড্রমে ভোগেন। বিশ্বের দেশে দেশে মার্কিন সেনারা যুদ্ধরত। তাদের জন্যই পেন্টাগনের এই বিশেষ চিপ।


তবে আমেরিকনাদের যে বিশাল অংশও একই ধরনের মানুসিক চাপ, হতাশা ও অস্বাভাবিকতা নিয়ে বেঁচে ‍আছেন তাদের চিকিৎসায়ও এই ব্রেইন চিপ দারুণ উপযোগী কিছু একটা হবে।

১২ মিলিয়ন ডলার ব্যায়ে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ডারপা এই উদ্যোগ নিয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাব অ্যান্ড মেডিট্রোনিক যৌথভাবে এই চিপ তৈরিতে কাজ করছে।

তাদের তৈরি এই ব্রেইন চিপ মস্তিষ্কের গভীরে নরম কোষগুলোতে গিয়ে তার মধ্যে যেসব বার্তা বা তথ্য আনাগোণা করছে তা রেকর্ড করবে। কেবল তাই না, একটু পরেই মনের অবস্থা কি হতে পারে তাও অনুমান করে নেবে সঠিকভাবে। ৫ বছরের মধ্যে এর একটি প্রোটোটাইপ হাতে পাওয়া যাবে বলেই ধারণা করছে পেন্টাগন।

বাংলাদেশ সময় ১১৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।