ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

এইচপি’র নতুন পিসি বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, মে ২৬, ২০১৪
এইচপি’র নতুন পিসি বাজারে

স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের প্রো ওয়ান ৬০০ জি১ মডেলের অল ইন ওয়ান কম্পিউটার। ২১.৫ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লের এ পিসিতে রয়েছে ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই ৫ প্রসেসর, ইন্টেল কিউ ৮৫ এক্সপ্রেস চিপসেট, ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি ৪৬০০ মডেলের গ্রাফিক্স কার্ড, সুপার মাল্টি ডিভিডি রাইটার, গিগাবিট নেটওয়ার্কিং কানেকশন।

এছাড়া একই ব্র্যান্ডের ইউএসবি অপটিক্যাল মাউস এবং ইউএসবি স্ট্যান্ডার্ড কীবোর্ড রয়েছে।

তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রো ওয়ান ৬০০ জি১ এর দাম ৭৫,৮০০ টাকা।

বিস্তারিত: “০১৭৩০৩১৭৭৩৩/৬৩”।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।