ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

৫ মে খুলনায় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, এপ্রিল ২৯, ২০১৪
৫ মে খুলনায় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের প্রশিক্ষণ

খুলনা: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপারদের নিয়ে ৫ মে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় বুট ক্যাম্প। এই বুট ক্যাম্প জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।



কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ডেভলপার ছাড়াও সারা দেশের যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপার অংশ নিতে পারবেন।

মঙ্গলবার দুপুরে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী জাকির বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনায় অনুষ্ঠিতব্য এই বিভাগীয় বুট ক্যাম্পে খুলনা বিভাগের সব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপার একত্রিত হবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপমেন্টের বিভিন্ন উচ্চতর কারিগরী বিষয় যেমন গেইম ডেভলপমেন্ট, মোবাইল অ্যাপের ব্যবসার উপায় বা পদ্ধতি ইত্যাদি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে। ছাড়াও একটি অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট পর্যায়ে সাধারণত যে সব অসুবিধা হয় এমন একাধিক বিষয় নিয়েও সেশন অনুষ্ঠিত হবে।

দেশের সেরা মোবাইল অ্যাপ নির্মাতারাও এই বুট ক্যাম্পে উপস্থিত থাকবেন। অংশগ্রহনকারীরা তাদের সাথে পেশাগত বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।

দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে গ্রামীনফোন, সিম্ফোনি ও নোকিয়া। শুধু তাই নয় এ কোম্পানিগুলোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ থাকছে অংশগ্রহণকারীদের।

আগ্রহী অ্যাপ ডেভলপাররা www.nationalappsbd.ওয়েব সাইট থেকে নিবন্ধনের মাধ্যমে বুট ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবেন। খুলনা অঞ্চলের রেজিস্ট্রেশনের সময়সীমা ২ মে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।