ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বিআইটিএম’তে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, এপ্রিল ২৮, ২০১৪
বিআইটিএম’তে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

বেসিস  ইন্সটিটিউট  অব  টেকনোলজি  অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) ওয়েব অ্যান্ড ডাটা সিকিউরিটি এবং সফটয়্যার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার’ কোর্সের প্রশিক্ষণার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়েছে।

ডাক টেলিযোগাযোগ থ্য যোগাযোগ মন্ত্রণালয়ের পরামর্শক ফখরুজ্জামান কোর্স-সম্পন্নকারীদের হাতে সনদপ্রত্র তুলে দেন।

এ সময় বিআইটিএম প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান, সফটয়্যার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার প্রশিক্ষক জহিরুল আলম তাইমুন এবং ওয়েব অ্যান্ড ডেটা সিকিউরিটি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহাদত হোসেন কামরুল হাসান চৌধুরি উপস্থিত ছিলেন

সফটয়্যার তথ্যপ্রযুক্তি খাতে উন্নতি সাধনের লক্ষ্যে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালনায় এটি বিআইটিএম’র উদ্যোগ। তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠান দুটি য়ৌথভাবে আরো কিছু প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।