ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

জয়পুরহাটে গ্রামীণ ফোন থ্রি-জির যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, এপ্রিল ২৮, ২০১৪
জয়পুরহাটে গ্রামীণ ফোন থ্রি-জির যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটে ইন্টারনেট ব্যবহারকারীদের সর্বোচ্চ গতির সেবা দিতে চালু হলো গ্রামীণ ফোন থ্রি-জি নেটওয়ার্ক।

সোমবার বেলা ১১টার দিকে শহরের বাটার মোড়ে গ্রামীণ ফোনের ডিলারশিপ কর্নারে কেক কেটে এ সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে মোবাইল ফোন নেটওয়ার্কে গ্রামীণ ফোন এক গৌরবোজ্জ্বল নাম।

এসময় আরো উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাই লাল সরকার, গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার এএফএম সাফাত আমান, গ্রামীণ ফোন কর্মকর্তা দিল উজায়ের ইসলাম, আবু রাইহান সিদ্দিক, তৌহিদুল ইসলাম, নুরুল আমিন, ওবায়দুর রশিদ প্রমুখ।

পরে থ্রি-জি নেটওয়ার্কের প্রচারণায় জয়পুরহাট শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।