ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের সহযোগী গ্রামীণফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, এপ্রিল ২১, ২০১৪
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের সহযোগী গ্রামীণফোন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে গ্রামীণফোন লিমিটেড

ঢাকা: মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্রোগামে সহযোগী হতে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে গ্রামীণফোন লিমিটেড।

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম খান এবং গ্রামীণফোনের পরিচালক স্টেকহোল্ডার রিলেশনস ইশতিয়াক হোসেন চৌধুরী সোমবার নিজ নিজ  প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারকে সই করেন।



গ্রামীণফোন গত নভেম্বর ২০১৩ তে মন্ত্রণালয় কর্তৃক চালু করা এই কর্মসূচির সহযোগী হবে। দেশের সকল জেলার শিক্ষার্থীদের মোবাইল অ্যাপ তৈরি এবং তা বিক্রি করার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। গ্রামীণফোনের আলো আসবেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে অ্যাপ বিক্রয় করা যায় তা এই কর্মসূচির পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে।

সহযোগি হিসেবে গ্রামীণফোন মন্ত্রণালয়কে ৩০টি হ্যান্ডসেট এবং ৩০০টি ইন্টারনেট মোডেম দিয়েছে যা শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।