ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মাধ্যমিক থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, এপ্রিল ৯, ২০১৪
মাধ্যমিক থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী বছর মাধ্যমিক শিক্ষা স্তর থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে।  

 

বুধবার দুপুরে রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং সেন্টারে সাতদিন ব্যাপী কম্পিউটার ও মোবাইল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

তথ্যমন্ত্রী বলেন, পিওনের চাকরি থেকে সব সরকারি চাকরিতেই কম্পিউটার শিক্ষা ছাড়া কোনো নিয়োগ দেয়া হবে না। পৃথিবীতে এখন তথ্য প্রযুক্তি বিপ্লব ঘটছে। তথ্য প্রযুক্তি আয়ত্ত না করতে পারলে আমরা উন্নয়নের মহাসড়ক থেকে ছিটকে পড়বো।  

 

তিনি বলেন, কম্পিউটার ব্যবহারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এর ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনা সরকারের চ্যালেঞ্জ ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন।

 

ইস্টার্ন প্লাস শপিং সেন্টার, বিসিএস (বাংলাদেশ কম্পিউটার সমিতি) ও ল্যাপটপ বাজার যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

 

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।