ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আবারও নকিয়া লুমিয়ায় বিশেষ ছাড়!

ইসমাইল হোসেন ও মফিজুল সাদিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, এপ্রিল ৫, ২০১৪
আবারও নকিয়া লুমিয়ায়  বিশেষ ছাড়! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলনকেন্দ্র থেকে: তিন দিনব্যাপী ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো’ মেলার শেষ দিনে নানা ধরনের ছাড় দিচ্ছে স্টলগুলো। বিশেষ অফার পাওয়ার জন্যই মেলায় ছুটে আসছেন দর্শনার্থীরা।



মেলার শেষ দিনে শনিবার বিশেষ ছাড় দেওয়া হচ্ছে নকিয়া লুমিয়া ৫২৫ মডেলে। মেলায় ফোনটি ৯ দশমিক ৫ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। মোবাইলটির রেগুলার মূল্য ১২ হাজার ৫০০ টাকা। কিন্তু মেলা উপলক্ষে ১১ হাজার ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে করে মোবাইলটি মেলা থেকে কেনা হলে ১ হাজার ২০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

এছাড়া নকিয়ার অন্যসব ডিভাইসে ৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। মোবাইলের র‌্যাম ১ জিবি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, অটো ফোকাস, অপিস-২০১৩ বিল্ডিং দেওয়া আছে।

এছাড়া হেয়ার ড্রাইভ ও হেয়ার ম্যাপস অফলাইনে কাজ করতে পারে।

নকিয়ার ফিল্ড অপারেশন ম্যানেজার রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, মেলা উপলক্ষে আমরা নকিয়া লুমিয়ায় বিশেষ ছাড় দিচ্ছি। মেলা উপলক্ষে লুমিয়া ৫২৫ মডেলের মোবাইলটিতে ১ হাজার ২০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ