ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি পেশাজীবিদের জন্য বিআইটিএম’র প্রশিক্ষন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, এপ্রিল ৪, ২০১৪
তথ্যপ্রযুক্তি পেশাজীবিদের জন্য বিআইটিএম’র প্রশিক্ষন

বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি ম্যানেজমেন্টের (বিআইটিএম) উদ্যোগ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহয়তায় মধ্য পর্যায়ের আইটি প্রফেশনালদের জন্য সাত দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রশিক্ষন উদ্বোধন করেন।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব  নজরুল ইসলাম খান, বেসিস সভাপতি শামীম আহসান, পরিচালক ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ এবং বেসিসের প্রাক্তন সভাপতি মাহবুব জামান ছাড়াও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিআইটিএম তথ্যপ্রযুক্তি প্রশিক্ষন প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। উত্তরোত্তর উন্নতি কমান করেন তিনি।

বেসিস সভাপতি বলেন, অনেক পথ পেরিয়ে বিআইটিএম আজকের এ অবস্থানে। দক্ষ জনশক্তি তৈরিতে বিআইটিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, দেশের ২৫ টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ৩০ জন আইটি প্রফেশনাল প্রশিক্ষন নিচ্ছে। যা তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ