ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্পেনের উদ্দেশে প্রযুক্তিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
স্পেনের উদ্দেশে প্রযুক্তিমন্ত্রী

ঢাকা: স্পেনের বার্সোলনায় অনুষ্ঠিতব্য জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৪-তে অংশ নিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ঢাকা ত্যাগ করেছেন।

রোববার ভোরে বার্সোলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।


 
তার সঙ্গে ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক এবং বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

এছাড়া মন্ত্রী আগামী ৩ থেকে ৬ মার্চ লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ আইসিটি মিনিস্টার ফর্ম-২০১৪ এবং সিটিও সাইবার সিকিউরিটি ফোরাম ২০১৪-এ অংশগ্রহণ করবেন।

৭ মার্চ তিনি দেশে ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ