ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কাইড্রাইভ এখন ওয়ানড্রাইভ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২২, ফেব্রুয়ারি ১, ২০১৪
স্কাইড্রাইভ এখন ওয়ানড্রাইভ

ট্রেডমার্ক সংক্রান্ত আইনি জটিলতায় ব্রিটিশ  স্কাই  ব্রডকাস্টিং গ্রুপের (বিস্কাইবি) কাছে অবশেষে হেরে গিয়ে মাইক্রোসফট তাদের ক্লাউড-বেজড সেবা স্কাইড্রাইভের নাম পাল্টানোর ঘোষণা দিয়েছে। ফলে ব্যবহারকারীরা এখন থেকে স্কাইড্রাইভের পরিবর্তে ওয়ানড্রাইভ নামের সেবা ব্যবহার করবে।

স্কাইড্রাইভ নিয়ে দীর্ঘ সময়ের বিবাদের অবসান ঘটিয়ে খুব শীঘ্রই নতুন নামে যাওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট।
তাই স্কাইড্রাইভের সমাপ্তি আর ওয়ানড্রাইভের শুরু হচ্ছে যাত্রা। তবে মাইক্রোসফট এ নামের বৈধতা নিয়ে এতোদিন সাহসি ভূমিকা দেখিয়ে এসেছে। মাইক্রোসফটের কনজ্যুমার অ্যাপস অ্যান্ড সার্ভিসের জেনারেল ম্যানেজার রিয়ান গেভিন নতুন ওয়ানড্রাইভের ওয়েবসাইটে দেওয়া পোষ্টে জানান,

স্কাইড্রাইভের মত পছন্দের একটি পণ্যের নাম পরিবর্তনের বিষয়টা সহজ ছিলনা। তবে আমাদের বিশ্বাস ওয়ানড্রাইভ নামের গুরুত্ব বজায় থাকবে। ভবিষ্যতের পরিকল্পনা এর মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন হবে। গেভিন ক্লাউড সেবাকে সম্পূর্ণ নবউদ্যমে সামনে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ওয়ানড্রাইভ নিয়ে মাইক্রোসফটের এ মুহূর্তের যে পরিকল্পনা রয়েছে তা অচিরেই ঘোষণা হবে বলে উল্লখে করেন গেভিন।

বাংলাদেশ সময়: ০২২২ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ