ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৪ জানুয়ারি ফ্রিল্যান্সিং কর্মশালা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, জানুয়ারি ২০, ২০১৪
২৪ জানুয়ারি ফ্রিল্যান্সিং কর্মশালা

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং নিয়ে এক দিনের সেমিনার ও কর্মশালার উদ্যোগ নিয়েছে অনলাইনে কাজের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেকনোবিডি।

তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে বলা হচ্ছে, ভবিষ্যতে আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং।



ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কাজের ধরন নির্ধারণের স্বাধীনতা যেমন আছে, তেমনি নিজের মতো কাজ করার সুযোগও আছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ের ব্যাপারে উপযোগী দিনব্যাপী ফ্রিল্যান্সিং কর্মশালা চলবে আগামী ২৮ জানুয়ারি অবধি।

কর্মশালায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কী, কীভাবে শুরু করবেন, কোথায় কোথায় এ ধরনের কাজ পাওয়া যায়, কীভাবে কাজ শুরু করতে হয় এসব বিষয়ে আলোচনা করা হবে। ফ্রিল্যান্সিং কর্মশালাটি পরিচালনা করবেন টেকনোবিডির ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ।

বাংলাদেশ সময় ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ