ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপস সংখ্যায় অ্যাপল স্টোর শীর্ষে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১০, ডিসেম্বর ২০, ২০১৩
অ্যাপস সংখ্যায় অ্যাপল স্টোর শীর্ষে

অ্যাপল অ্যাপ স্টোরে এখন অ্যাপসের সংখ্যা ১০ লাখের বেশি। বাজার পর্যবেক্ষণে পাওয়া নতুন সংখ্যার হিসাবে বিভাগটিতে অ্যাপল অ্যাপস স্টোর এগিয়ে।

সম্প্রতি অ্যাপসফায়ার খবরটি জানানোর মাধ্যমে নিশ্চিত করে প্রাপ্য অ্যাপস এবং গেমের সংখ্যা এতে ১০ লাখ ৬ হাজার ৫৫৭। সার্বজনীন আইপ্যাড ব্যবহারকারীরা যার মধ্যে ৪ লাখ ১৩ হাজার অ্যাপস ব্যবহার করতে সক্ষম। অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দী গুগলের প্লে স্টোর এতে অ্যাপস সংখ্যা ৮ লাখ ৮১ হাজার ।

২০০৮ সালের জুলাইয়ে অ্যাপল ১০ লাখ ৪০ হাজার অ্যাপসের অনুমোদন দেয়। চলতি বছরের জুনে ৫০ বিলিয়ন অ্যাপ ডাউনলোডে অ্যাপলের আরেক বিজয় আসে। যে সময়টায় সেখানে মাত্র ৯ লাখ অ্যাপলিকেশন ছিল। তথ্য সুত্র বলছে, গত ছয় মাসে অ্যাপ স্টোরে ১ লাথের বেশি অ্যাপ যুক্ত করে অ্যাপল। আরও জানানো হয় বর্তমানে অ্যাপ স্টোরে অ্যাপ ডাউনলোডের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬০ বিলিয়ন যা ক্রমেই বেড়ে চলছে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ