ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাভিরা অ্যান্টিভাইরাসে নতুন অফার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, ডিসেম্বর ১৯, ২০১৩
অ্যাভিরা অ্যান্টিভাইরাসে নতুন অফার

বিশ্বে প্রতিনিয়ই প্রযুক্তিকেন্দ্রিক ভাইরাস ছড়াচ্ছে। শুধু ছড়ানো নয়, তা আশঙ্কাজনক হয়ে উঠছে।

দেশের অ্যান্টিভাইরাস অঙ্গনে তাই অ্যাভিরা নতুন নিরাপত্তার কথা বলছে। বিপণণ সূত্র স্মার্ট টেকনোলজিস বিডি এ তথ্য দিয়েছে।

এবারের অ্যান্টিভাইরাসের সঙ্গে নতুন অফারের ঘোষণা এসেছে। তাই এ শীতে একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনলেই ক্রেতারা ডিলাক্স ওয়্যারলেস মাউস এবং একটি কফি মগ উপহার পাবেন।

প্রসঙ্গত, কোনো ক্রেতা মাউস এবং মগের পরিবর্তে উপহার হিসেবে একটি ৮ গিগাবাইট টুইনমস পেনড্রাইভ গ্রহণ করতে পারবেন। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণিতে এ অ্যান্টিভাইরাস পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ