ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট-ডিবিএল গ্রুপ চুক্তি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ডিসেম্বর ১৪, ২০১৩
মাইক্রোসফট-ডিবিএল গ্রুপ চুক্তি

মাইক্রোসফটের সঙ্গে এন্টারপ্রাইজ চুক্তি সই করেছে দেশের পোশাক খাতের সুপরিচিত প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ।

ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাদের ও মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাজনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তি করেন।



এ চুক্তির আওতায় বাংলাদেশে মাইক্রোসফটের লাইসেন্সিং সল্যুশন প্রোভাইডার (এলএসপি) টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেড ডিবিএল গ্রুপের জন্য সফটওয়্যার ছাড়াও মাইক্রোসফটের বিভিন্ন টিউটোরিয়াল সেটআপ ও বিভিন্ন প্রযুক্তিসেবা প্রদান করবে। এটাই দেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মাইক্রোসফটের প্রথম চুক্তি।

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, পরিচালক হাসান ইমাম, মাইক্রোসফট বাংলাদেশের লার্জ অপরচুনিটি ম্যানেজার জিয়াউল হক মল্লিক এবং টেক ওয়ান গ্লোবাল প্রাইভেটের কান্ট্রি জেনারেল ম্যানেজার তারেক সানুন।

বাংলাদেশ সময় ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ