ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ফ্রি বিজ্ঞাপনে ট্যাব পেলেন দুজন

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, ডিসেম্বর ৭, ২০১৩
ফ্রি বিজ্ঞাপনে ট্যাব পেলেন দুজন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম নিয়ে এসেছে নতুন অফার। প্রতি সপ্তাহে ফ্রি বিজ্ঞাপন দিয়ে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাবথ্রি জিতে নেওয়ার প্রতিযোগিতা চলছে।

এ সুযোগ বিক্রয় ডটকমে বিজ্ঞাপন পোস্ট করে যেকোনো আগ্রহীর জন্যই প্রযোজ্য।

এ প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডটকমের নিয়ম অনুযায়ী ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনটি অবশ্যই সঠিক শ্রেণিতে দিতে হবে। এটি হতে হবে সম্পূর্ণ একটি ব্যক্তিগত বিজ্ঞাপন।

তবে শর্ত হচ্ছে, একেবারেই নতুন বিজ্ঞাপন দিতে হবে। চলতি কোনো বিজ্ঞাপনের নকল বা অনুলিপি দিলে তা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না।

বিক্রয় ডটকমে ফ্রি বিজ্ঞাপন দিন আর প্রতি সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নিন’ এ প্রতিযোগিতায় প্রথম দুই বিজয়ী নির্বাচিত হয়েছে।

বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বিজয়ী রুবিনা ইসলাম অর্পা এবং তুর্য মুহাইমিনুলের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ১৫ ডিসেম্বর অবধি এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ