ঢাকা: সূর্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে ধূমকেতু ‘আইসন’। বেড়ে চলেছে আইসনের উজ্জ্বলতা।
২৪ নভেম্বর আইসন ধুমকেতু, বুধ ও শনি গ্রহের মাঝে বিশাখা তারা থাকবে। এসময় বুধ ও শনির ডানপাশে আইসন অবস্থান করবে।

সূর্যের এতো কাছ দিয়ে যায় বলে এ ধরনের ধূমকেতুকে সূর্যস্পর্শী ধূমকেতু বলা হয়। সে সময় সূর্যের প্রচণ্ড তাপ আর আকর্ষণে আইসন যদি গলে ভেঙ্গে-চুড়ে না যায় তবে অনুসূর বিন্দু পার হবার পর সন্ধ্যার আকাশে দুই গোলার্ধ থেকেই এটিকে পশ্চিম আকাশে দেখা যাবার কথা রয়েছে।
আকাশমোদী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৮ নভেম্বর ধূমকেতুটির ভাগ্যে কি ঘটে তা দেখতে।
উল্লেখ্য, আইসন ধূমকেতু সৌরজগতের একেবারে শেষপ্রান্তে ওর্ট মেঘ অঞ্চল থেকে দশহাজার বছর আগে যাত্রা শুরু করে গত বছরের সেপ্টেম্বরে টেলিস্কোপে ধরা পড়ে। ওর্ট মেঘ থেকে আগত বেশিরভাগ ধূমকেতুই পুনরায় আর ফিরে আসে না। আইসন ধূমকেতুকে আবারও আকাশে দেখতে পাবার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
তাই পেশাদার ও শখের জ্যোতির্বিদদের সন্ধানী চোখ নজর রেখে চলেছে আইসন ধূমকেতুর ওপর। ইতোমধ্যে বাংলাদেশে থেকে অনুসন্ধিৎসু চক্রের সদস্যরা প্রতিফলক টেলিস্কোপ দিয়ে আইসন ধূমকেতু পর্যবেক্ষণ ও ছবি তুলেছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩
এসএটি/