ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৮০০ টাকায় তারহীন স্পিকার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, নভেম্বর ৯, ২০১৩
২৮০০ টাকায় তারহীন স্পিকার

মাইক্রল্যাব ‘এমডি২১২’ মডেলের তারহীন স্পিকার এখন দেশেই পাওয়া যাচ্ছে। এটিব্লুটুথ সংযোগযোগ্য স্পিকার।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

তারহীন এ স্পিকারের মাধ্যমে ১৫০ থেকে ২০ কিলোহার্টজ তরঙ্গে উপভোগ করা যায় আইফোন, স্মার্টফোন কিংবা ট্যাবলেটে সংরক্ষিত গান। বহন করা যায় মেয়েদের ভ্যানিটি ব্যাগেও।

দেশের বাজারে কম্পিউটার সোর্স পরিবেশিত স্টেরিও শব্দের এ স্পিকারে আছে দুইটি মাইক ও একটি সাব-উফার। এর সিগন্যাল অনুপাত ন্যূনতম ৭৫ ডেসিবেল। ব্যবহারবান্ধব হওয়ায় ফোন থেকে গান শোনার মুহূর্তে কল আসলে স্পিকার থেকেই ফোন রিসিভ করা যায়। তখন মাইক্রল্যাব এমডি২১২ কাজ করে স্পিকার ফোনের মতো।

ট্যাব বা ফোন রাখার জন্য এতে আছে একটি বাড়তি ট্রে। মিনি ইউএসবি পোর্টের মাধ্যমে রিচার্জ করা যায় এর লিথিয়াম ব্যাটারি। এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত মাইক্রল্যাব এমডি ২১২ মডেলের এ স্পিকারের দাম দুই হাজার ৮০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২২০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ