ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩ হাজারে প্রজেক্টর সিলিং কিট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, অক্টোবর ১২, ২০১৩
৩ হাজারে প্রজেক্টর সিলিং কিট

সহজ এবং সাশ্রয়ী দামে যেকোনো ধরনের উচ্চতায় ইনস্টলেশন সিস্টেম সম্বলিত বিখ্যাত ব্র্যান্ড এবটাসের ‘এভি৮১৫’ মডেলের আলটিমেট ইউনিভার্সাল এলসিডি প্রজেক্টর সিলিং মাউন্ট কিট দেশে পাওয়‍া যাচ্ছে। বিপণন সূত্র ইউনিক বিজনেস সিস্টেমস এ তথ্য দিয়েছে।



অভিজ্ঞ কারিগরেরা সহজেই এবং রুচিসম্মতভাবে এ ফিটিংস করতে পারবেন। যা অনন্য সিলিং মাউন্ট কিটসের তুলনায় দীর্ঘস্থায়ী। এটি তাদের জন্য আরও সহায়ক হবে যারা কম খরচে প্রজেক্টর ইনস্টলেশনে আগ্রহী।

এ পণ্য ৩৩এলবিএস বৈশিষ্ট্যপূর্ণ। তবে এ পণ্য দিয়ে যেকোনো প্রজেক্টর ইনস্টল করা সম্ভব। সিলিং মাউন্ট কিটস কালো ও রূপালি এ দু রঙের হয়ে থাকে। ওজন মাত্র ২.৭ কেজি।

অফিস কিংবা সভাকক্ষের যেকোনো স্থানে সহজে ইনস্টলেশন করার যায়। এ মুহূর্তে দাম ৩ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে। হ্যালো: ০১৭৩০০৪৪৪০৫।

বাংলাদেশ সময় ২২১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ