ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজবাড়ীতে বাংলালায়ন ওয়াইম্যাক্সের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, অক্টোবর ৮, ২০১৩
রাজবাড়ীতে বাংলালায়ন ওয়াইম্যাক্সের যাত্রা শুরু

রাজবাড়ী: উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে রাজবাড়ীতে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে বাংলালায়ন ওয়াইম্যাক্স।

মঙ্গলবার  দুপুর ১২টায় রাজবাড়ী কেনটন চাইনিজ রেস্টুরেন্ট  মিলনায়তনে  এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের প্রধান বিক্রয় কর্মকর্তা জি এম ফারুক খান বলেন, কৃষি নির্ভর জনপদ রাজবাড়ীতে আধুনিক চতুর্থ প্রজন্মের  (ফোর জি) প্রযুক্তি  ওয়াইম্যাক্সের গ্রাহক সেবার বাণিজ্যিক উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

প্রধান  সমন্বয় কর্মকর্তা আজাহার এইচ চৌধুরী বলেন, বাংলালায়ন শহরাঞ্চলের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও গ্রাহকদের জন্য ওয়াইম্যাক্স সেবা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার (সেলস) ফয়সাল বিন রাফেক, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. রিফাত হুসাইন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট সেলস) খন্দকার হাফিজুর রহমান, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার সৈয়দ নাসিম, রিজিওনাল সেলস ম্যানেজার জহির উদ্দিন খান প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক, সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩
আরএএস/আরকে eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ