ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে গিগাবাইটের নতুন পণ্য

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, আগস্ট ২৯, ২০১৩
রাজশাহীতে গিগাবাইটের নতুন পণ্য

শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে গিগাবাইটের এইট সিরিজের মাদারবোর্ড অবমুক্ত করা হয়েছে।

স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনাস খান।



রাজশাহী অঞ্চলের বিজনেস পার্টনারদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আনাস খান বলেন, শিক্ষানগরী রাজশাহী সব সময়ই আমাদের বেশ সম্ভাবনাময় বাজার। রাজশাহী অঞ্চলে তথ্যপ্রযুক্তির বিকাশে গিগাবাইটের আছে বেশ কিছু পরিকল্পনা।

এসব পরিকল্পনা বাস্তবায়িত করতে রাজশাহী অঞ্চলের সব কম্পিউটার ব্যবহারকারী এবং আমাদের বিজনেস সহযোগীদেরও গুরত্ব্পূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা সব সময় চাই, সবাই যাতে গুণগত মানের কম্পিউটার পণ্য ব্যবহার করে। এ চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ