ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসইউবি’র তথ্য অধিকার সেমিনার ২৪ আগস্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, আগস্ট ১৮, ২০১৩

ঢাকা: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) তথ্য অধিকার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এদিন বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডিতে এসইউবি’র মূল ক্যাম্পাসের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হবে।

এসইউবির আইন বিভাগ  ‘রাইট টু ইনফরমেশন: হুজ রাইট? হুজ অবলিগেশন?’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করছে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক সাদেকা হালিম (কমিশনার, তথ্য কমিশন)।

সেমিনারে আলোচকদের মধ্যে উপস্থিত থাকবেন এসইউবি’র আইন বিভাগের অ্যাডভাইজর ড. আসিফ নজরুল। সভাপতিত্ব করবেন এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী।

সেমিনারটি তথ্য অধিকার বিষয়ে আগ্রহী সবার জন্যে উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট  ১৮, ২০১৩
এমআইপি/ সম্পাদনা: এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ