ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

রবি’র মোবাইল ফোন ও ট্যাব অফার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, জুলাই ৩০, ২০১৩
রবি’র মোবাইল ফোন ও ট্যাব অফার

ঢাকা: গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
 
নতুন এ অফারের আওতায় প্রতিদিন ও প্রতি ঘণ্টার ভিত্তিতে সবচেয়ে বেশি কথা বলা গ্রাহককে খুঁজে বের করে পুরস্কৃত করবে রবি।



প্রতি ঘণ্টায় ও প্রতিদিন পাঁচ জন গ্রাহক এ পুরস্কার পাবেন। প্রতি ঘণ্টার বিজয়ীরা পাবেন আকর্ষণীয় মোবাইল ফোন সেট এবং প্রতি দিনের বিজয়ীরা পাবেন স্যামসাং গ্যালক্সি ট্যাব থ্রি।
 
রবির কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তালাত কামাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
রবি গ্রাহকেরা (*১৪০*১৪#) ডায়াল করে বিনামূল্যে এ অফারের জন্য নিবন্ধিত হতে পারবেন। ০সীমিত সময়ের জন্য শুধু রবির প্রিপেউড ও পোস্ট-পেইড গ্রাহকেরা এ অফারটি উপভোগ করতে পারবেন।

নিত্যনতুন সেবা চালু করে ব্যাপক সাড়া পেয়েছে মোবাইল অপারেটর রবি। গ্রাহকদের জন্য অনেক নতুন সেবা নিয়ে আসছে রবি।

বাংলাদেশ সময় ১৭৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
এমআইএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/ সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।