ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় সার্ক আইসিটি উন্নয়ন সভা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, জুলাই ১৮, ২০১৩

সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের আওতাধীন বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ এবং নেপালে একযোগে বাস্তবায়নাধীন ‘এমপাওয়ারিং রুরাল কমিউনিটিজ-রিচিং দ্য আনরিচড ইনফরমেশন অ্যান্ড সার্ভিস’ প্রকল্পের ইমপ্লিমেন্টেশন এজেন্সি ও স্টিয়ারিং কমিটির সভা আগামী ২২ থেকে ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও প্রকল্প পরিচালক সুশান্ত কুমার সাহা জানান, এরই মধ্যে সুষ্ঠুভাবে সভা আয়োজনে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।



এ প্রকল্পের মাধ্যমে পিছিয়ে থাকা ২০০টি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হবে। এদের প্রতিটি কেন্দ্রে ২টি করে ল্যাপটপ, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ১টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ৫৮টি বিদ্যুৎহীন ইউনিয়নে ১টি করে সোলার প্যানেল, ২টি মডেম এবং ২০০ সেট আসবাবপত্র দেওয়া হবে। এ ছাড়াও এ প্রকল্পের অধীনে ২০০টি ইউনিয়নের ৪০০ জন অপারেটরকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময় ২০১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।