ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

আইটি চেইন শপের আনুষ্ঠানিক যাত্রা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, জুলাই ২, ২০১৩
আইটি চেইন শপের আনুষ্ঠানিক যাত্রা

রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেটের সপ্তম তলায় দেশের প্রথম আইটি চেইন শপ ডিজিটাল মলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সূত্র এ তথ্য দিয়েছে।



ডিজিটাল মল মাল্টিপ্ল্যান শাখার উদ্বোধন করেন ডিজিটাল মলের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল মলের হেড অব অপারেশনস এএসএম শওকত মিল্লাত এবং মাল্টিপ্ল্যান সেন্টরের ব্যবসায়ীরা।

ডিজিটাল মলের উদ্বোধনী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস জানান, মাল্টিপ্ল্যান সেন্টারের মাধ্যমে প্রথম আমাদের প্রথম কার্যক্রম শুরু করলাম। অচিরেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের এ চেইন ব্র্যান্ডশপের কার্যক্রম প্রসারিত করব।

আমাদের ব্র্যান্ডশপে শুধু কোয়ালিটি ব্রান্ডের পণ্যই পাওয়া যাবে। মূলত আইটি পণ্য ক্রয় করে যারা ঝামেলামুক্ত ও নির্ভার থাকতে চান তারাই আমাদের টার্গেট কাস্টমার গ্রুপ। উদ্যোক্তা সূত্রে এমনটাই জানানো হয়।

বাংলাদেশ সময় ১৫১৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।