ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

নড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, মে ১৩, ২০১৩

নড়াইল: নড়াইলে তিন দিনব্যাপী ৩৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রশিদ।

এ মেলার আয়োজন করেছেন জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জহুরুল হক।

এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মেদ, অ্যাডভোকেট রামা রায় প্রমুখ।

মেলায় জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৩, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।