ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৭ হাজারে মাল্টিমিডিয়া নোটবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, এপ্রিল ১৮, ২০১৩
৩৭ হাজারে মাল্টিমিডিয়া নোটবুক

আসুস ব্র্যান্ডের ‘এক্স৪৫সি’ মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এ নোটবুকে আছে ২.২ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্টইন স্পিকার এবং মাইক্রোফোন।

তথ্য সংযোগ এবং যোগাযোগ রক্ষায় আছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ইথারনেট, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট সুবিধা এবং এইচডিএমআই।

এ ছাড়াও নোটবুকে আছে অরগানমিক কিবোর্ড এবং আইসকুল প্রযুক্তি। তাই দীর্ঘক্ষণ টাইপ করলেও হাতে ঠান্ডা অনুভূত হবে এবং হাত ব্যথা হবে না বলে সূত্র জানিয়েছে।

এ মুহূর্তে দাম ৩৭ হাজার ৯০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির ছাড়াও দেশের বিভিন্ন কম্পিউটার মার্কেটে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।