ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

৯ মাসেই ১০০ কোটিতে পৌঁছবে অ্যানড্রইড!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, এপ্রিল ১৭, ২০১৩
৯ মাসেই ১০০ কোটিতে পৌঁছবে অ্যানড্রইড!

স্মার্টফোনের জোয়ারে ভাসছে অ্যানড্রইড। স্মার্টফোনের মানেই যেন অ্যানড্রইড।

রাতারাতি বিশ্বপ্রযুক্তির চেহারা বদলে এ সিস্টেম অতীতের সব রেকর্ডকেই ছাড়িয়ে গেছে।

আগামী ৯ মাসের মধ্যেই আরও ১০০ কোটি অ্যানড্রইড সিস্টেমের পণ্য বাজারে আসবে। এমনটাই বললেন গুগল নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড।

প্রসঙ্গত, গুগলের তত্ত্ববধানে পাঁচ বছর আগেই অ্যানড্রইড সিস্টেম আত্মপ্রকাশ করে। শুরুতে আলোড়ন না তুললেও এখন বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এক অ্যানড্রইডই বিশ্বের পিসির বাজারে ধস নামে। এখানে জায়গা করে নেয় স্মার্টফোন।

এ প্রসঙ্গে গুগল নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড বলেন, আসছে ৬ থেকে ৯ মাসের ব্যবধানে নতুন করে ১০০ কোটি অ্যানড্রইড গ্রাহক তৈরি হবে। আর এ সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগবে ১ থেকে বড়জোড় দুবছর।

অ্যানড্রইড সিস্টেমে প্রতিদিনই নিত্যনতুন চমক আর্বিভূত হয়। এ মুহূর্তে বিশ্বের শীর্ষ মোবাইল ফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রইড। আর বিশ্বব্যাপী অ্যানড্রইড সিস্টেম ভোক্তার সংখ্যা ৭৫ কোটি ছাড়িয়ে গেছে। এরই ধারাবাহিকতায় ২০০ কোটি গ্রাহকের লক্ষ্য নিয়ে এগোচ্ছে গুগলের অ্যানড্রইড।

বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।