ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭৭০ কোটি ডলার মুনাফায় স্যামসাং

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, এপ্রিল ৭, ২০১৩
৭৭০ কোটি ডলার মুনাফায় স্যামসাং

সাফল্যের আরও এক ধাপে এগিয়ে গেল স্যামসাং। আলোচ্য বছরের প্রথম ত্রৈমাসিকেই ৫৩ ভাগ বাড়তি মুনাফা ঘরে তুলেছে স্যামসাং।

স্মার্টফোনের বিক্রি থেকেই এ মুনাফা এসেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ৪০ ভাগ বাড়তি মুনাফা করেছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের অপ্রত্যাশিত বিক্রি থেকেই এ মুনাফা অর্জন করেছে স্যামসাং।

গত বছর গ্যালাক্সির জনপ্রিয়তা আর বিক্রির চাপেই স্মার্টফোন শীর্ষ অবস্থা থেকে ঝড়ে পড়ে অ্যাপল। বাজার বিশ্লেষকেরা বলছেন, স্যামসাংয়ের এ মুনাফা অর্জনের ধারা অব্যাহত থাকবে আগামী ত্রৈমাসিকেও।

এরই মধ্যে আইফোন ৫ মডেলের বিপরীতে গ্যালাক্সি এস৪ তুলনামূলক ভালো বাজার পেয়েছে। এ বছরের প্রথম ত্রৈমাসিকে এসেই ৭৭০ কোটি ডলারের মুনাফার রেকর্ড গড়েছে স্যামসাং। আসছে ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করছে স্যামসাং।

এ বছরেই গ্যালাক্সি এস৪ এ চোখের ইশারায় নিয়ন্ত্রণ সুবিধা আর একই সঙ্গে দুটি ছবি তোলার ফিচার দারুণভাবে আলোচিত হয়েছে। গ্যালাক্সি সিরিজকে আইফোন দারুণ প্রতিযোগিতার মুখোমুখি করেছে।

এ প্রসঙ্গে কোরিয়ান ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক সিও উন সিওক বলেন, আসছে ত্রৈমাসিকে ২ কোটি ২০ লাখ গ্যালাক্সি ‘এস৪’ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। এতে স্যামসাং আরও মুনাফা ঘরে তুলবে।

এ হিসাবে আসছে সময়েও মুনাফা বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখবে স্যামসাং। শুধু স্মার্টফোন নয়, মেমোরি চিপের বাজারেও স্যামসাং দ্রুতই মুনাফা এবং উন্নতি করছে।

বাংলাদেশ সময় ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।