ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেপ্টেম্বরেই প্রস্তুত হচ্ছে নতুন আইফোন!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, এপ্রিল ৭, ২০১৩
সেপ্টেম্বরেই প্রস্তুত হচ্ছে নতুন আইফোন!

আইফোন ৫ মডেল এখনও অনেক দেশেই পৌঁছায়নি। এরই মধ্যে পরবর্তী আইফোন বাজারে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।

নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলো এ নিয়ে খবরও প্রকাশ করেছে।

নতুন আইফোনের ডিজাইনশৈলী এবং অবয়বে তেমন কোনো পরিবর্তন আসছে না। তবে ফিচার যোগ হচ্ছে আরও কিছু বাড়তি সুবিধা। এ নিয়ে অ্যাপল আপাতত তেমন কোনো মন্তব্য করতেই নারাজ।

আসছে সেপ্টেম্বরের শেষভাগে যুক্তরাষ্ট্রের বাজার দিয়েই এ নতুন আইফোনের যাত্রা শুরু হবে বলে সূত্রগুলো নিশ্চিত খবর দিচ্ছে। আইফোন তৈরির সূত্রিকাগার চীনের উৎপাদন কারখানাতেও দিনরাত কাজ হচ্ছে। এ খবরও পাওয়া গেছে।

প্রসঙ্গত, বিশ্বপ্রযুক্তি বাজারে আইফোন ৫ মডেল আসার তিন দিনের মধ্যেই ৫০ লাখ ইউনিট বিক্রির রেকর্ড হয়। এটি আগের বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেলেও প্রত্যাশাকে পুরোপুরি পূরণ করতে পারেনি। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।