ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল চীনে ২য় বৃহত্তম স্টোর খুলেছে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, অক্টোবর ২০, ২০১২
অ্যাপল চীনে ২য় বৃহত্তম স্টোর খুলেছে

দক্ষিণ এশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাপল স্টোর অবমুক্ত করা হয়েছে। চীনের রাজধানী বেইজিং শহরের প্রাণকেন্দ্রে এ স্টোর সুসজ্জিত করা হয়েছে।

এরই মধ্যে এ স্টোর থেকে অ্যাপল পণ্যও বিক্রি শুরু হয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

পুরোটাই কাঁচ দ্বারা আবৃত্ত এবং দৃষ্টিন্দন তৃতীয় তলাবিশিষ্ট এ অ্যাপল স্টোর দর্শনার্থী এবং ক্রেতাদের টানতে শুরু করেছে।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় অ্যাপল স্টোর এখন যুক্তরাষ্ট্রে অবস্থিত। বেইজিংয়ের মধ্যমণি ওয়াংফুজিং এলাকায় ২ হাজার ৩০০ স্কয়ার মিটারে এ অ্যাপল স্টোরে পাওয়া যাবে অ্যাপলের সব ধরনের পণ্য।

যুক্তরাষ্ট্রের পরে চীন হচ্ছে অ্যাপলের সবচেয়ে বড় বাজার। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ এ প্রতিষ্ঠানের পণ্য চীনে নির্মিত হওয়ার অনেক সমালোচনার তোপেও পড়তে হয় অ্যাপলকে।

২০ অক্টোবর শনিবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় এ স্টোর উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই তরুণ অ্যাপল ভক্তরা স্টোরের চারপাশে ভিড় করতে শুরু করে। ভবিষ্যতে কোনো অ্যাপল পণ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনে একযোগে অবমুক্ত করা হবে। এমনটাই জানিয়েছে গণমাধ্যমগুলো।

বাংলাদেশ সময় ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ