ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রিডিজি’র এমপিথ্রি ডিজিটাল মিউজিক বিপণন আদালতের বিবেচনায়

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, অক্টোবর ৮, ২০১২
রিডিজি’র এমপিথ্রি ডিজিটাল মিউজিক বিপণন আদালতের বিবেচনায়

আসছে শুক্রবার নিউইয়র্কের ম্যানহ্যাটানের জেলা আদালত বিচারক ডিজিটাল মিউিজিক বিপণনকারী প্রতিষ্ঠান রিডিজি’র বিরুদ্ধে আনা কপিরাইট আইন লঙ্ঘন মামলার শুনানি করবে।

এ দিন আদালত রায় দিবে ডিজিটাল মিডিয়া ফাইল পুনরায় তারা বিক্রি করতে পারবে কিনা।

এক বছর বয়সী এই স্টার্ট-আপ রিডিজি সেখানকার আরেক মিউজিক জায়েন্ট ইএমআই এর সাথে লড়ছে। ইএমআই এর দাবি বৈধভাবে যদি তারা মিউজিক ফাইল বিক্রি করে তবে পুনরায় ব্যবসা করার সুযোগ পাবে।

এদিকে রিডিজি বলছে বর্তমানে যুক্তরাষ্ট্রে যে কপিরাইট আইন রয়েছে সেই অনুযায়ী সফটওয়্যার গঠন করা হয়েছে।   অপরদিকে মামলা দায়ের করা প্রতিষ্ঠান ইএমআই একটি বিধিসম্মত যুক্তি দেখিয়ে বলছে তাদের ক্রয়কৃত পণ্য, সরাঞ্জাম স্বীকৃত না কিন্তু তা গ্রাহকদের সমর্থন করে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিউজিক জায়েন্ট ইএমআই এই মামলা দায়ের করে। এছাড়াও তাদের অভিযোগ রিডিজি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কপিরাইট আইন অমান্য করে মিউজিক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা, ০৮ অক্টোবর ,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ