ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০০ কোটি সক্রিয় গ্রাহকে ফেসবুক!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, অক্টোবর ৪, ২০১২
১০০ কোটি সক্রিয় গ্রাহকে ফেসবুক!

এবারে ফেসবুকের পা ১০০ কোটিতে। নিজেদের গ্রাহক তৈরিতে ফেসবুক বহুল প্রতীক্ষিত মাইলফলক স্পর্শ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এটি বড় অর্জন। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আনুষ্ঠানিকভাবেই এ ঘোষণা দিয়েছেন। সঙ্গে একে অবিশ্বাস্য আর বিস্ময়কর অর্জন বলেও অভিহিত করেছেন। অর্থাৎ প্রতিমাসে যোগফলের হিসাবে ১০০ কোটি অ্যাকটিভ গ্রাহক ফেসবুক ব্যবহার করেন।

জুকারবার্গ বলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এ অর্জন সম্মিলিত। তথ্যভিত্তিক গ্রাহক সেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদটা সবাই প্রাপ্য। বিশ্বের ১০০ কোটি গ্রাহককে সেবা দেওয়ার অভিজ্ঞতা মোটেও হালকা নয়।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর ফেসবুক তাদের মাসিক গ্রাহকের হিসাবে ১০০ কোটির মাইলফলকের কথা জানিয়েছিল। এর মধ্যে ৬০ কোটি গ্রাহক মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করেন।

বাংলাদেশ সময় ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ