ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

২টি টাচ স্মার্টফোন এনেছে নকিয়া

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, সেপ্টেম্বর ২৫, ২০১২
২টি টাচ স্মার্টফোন এনেছে নকিয়া

আবারও স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নকিয়া উন্মোচন করেছে দুটি নতুন টাচস্ক্রিন স্মার্টফোন। এটি মধ্যম মানের স্মার্টফোন।

তবে সব ধরনের আধুনিক ফিচারের নিশ্চয়তা দিচ্ছে। এমনটাই দাবি করছে নকিয়া সূত্র।

এবারে আশা(৩০৮) এবং আশা(৩০৯) মডেল দুটি দিয়ে নকিয়াপ্রেমীদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আর দামের এসেছে বৈচিত্র্য। আশা সিরিজের মাধ্যমে বাজার জনপ্রিয়তা আদায়ে নকিয়া এখন মরিয়া।

এ মুহূর্তে নকিয়া আশা সিরিজের ৩০৮ মডেলের দাম ৯৯ ডলার (১২১ সিঙ্গাপুর ডলার) নির্ধারণ করা হয়েছে। এ বছরের শেষ ত্রৈমাসিকে এ দুটি পণ্য বিশ্ববাজারে ছাড়া হবে। এমনটাই জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।