ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মুক্তাদির আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, সেপ্টেম্বর ২১, ২০১২
বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মুক্তাদির আর নেই

ঢাকা: বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদির আর নেই (ইন্না লিল্লাহি.......... রাজেউন)।

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্টঅ্যাটাক জনিত কারণে তার মৃত্যু হয়।



পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৭টার দিকে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন মুক্তাদির। তাৎক্ষণিকভাবে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল মুক্তাদির স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ নিজ জন্মস্থান ফেনী জেলার জগৎপুর ভূঁইয়া বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহম্মদ খান বাংলানিউজকে বলেন, আমরা এক অভিজ্ঞ তথ্যপ্রযুক্তি সেবীকে হারালাম। বিভিন্ন প্রয়োজনে সাংবাদিকরা তার কাছ থেকে নানা রকম সহযোগিতা পেয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

বাংলাদেশ সময় ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
এএ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।