ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যানের বাবার ইন্তেকাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, সেপ্টেম্বর ৫, ২০১২

বাংলাদেশের আইটি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ এবং বিসিএস কম্পিউটার সিটির সেক্রেটারি আবদুল মুক্তাদিরের বাবা এএসএম আবদুল হাদী ভূঁইয়া ৪ সেপ্টেম্বর শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

তিনি ছিলেন ফেনী কলেজের প্রাক্তণ শিক্ষক এবং ফেনীর স্থানীয় মাদ্রাসার মৌলভী। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, ডায়াবেটিস ছাড়াও বহু জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, পাঁচ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৫ সেপ্টেম্বর) তাঁর লাশ নিজ জন্মস্থান ফেনীর জগৎপুর ভূঁইয়া বাড়ির কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

বাংলাদেশ সময় ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।