ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এডুআইকন ডটকমে বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ২, ২০১২

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবর্ষের (সম্মান) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে।

এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য যেমন ভর্তি বিজ্ঞপ্তি, সিট প্লান, রেজাল্ট, সংশোধিত বিজ্ঞপ্তি, নিউজ, নোটিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এডু আইকন ডটকম সাইটে।



ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে এ পোর্টালে অ্যাডমিশন ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। এখান থেকে খুব সহজেই ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের শেষ সময় ও বিশ্ববিদ্যালয়গুলোর নামের ভিত্তিতে ভর্তি তথ্য পাওয়া যাবে।

এ ছাড়াও শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে দেশের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, পড়তে কত সময় লাগে, কি কি সুবিধা বিদ্যমান, ভর্তির যোগ্যতাসহ ওই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ পোর্টালের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ ছাড়াও আগ্রহীরা (www.EduIcon.COM) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ